Top today
আমার প্রিয়
মা আমার অতি প্রিয়
প্রিয় বাবা ভাই ,
বোন আমার চাঁদের টুকরো
যার তুলনা নাই ।
প্রিয় আমার পোষা টিয়ে পাখি
হাওয়ায় খাঁচা দোলে ,
প্রিয় পোষা বিড়াল ছানা
ঘুমায় রাতে কোলে ।
প্রিয় আমার মাতৃভূমি
সূর্য ওঠা পূবে ,
প্রিয় আমার মাতৃভাষা
সূর্য যেথা ডুবে ।
প্রিয় আমার দেশের পত্রিকা
ছাপে যেখানে লেখা ,
এই দেশেতে জন্ম আমার
এখানেই সকল শেখা ।