Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“”কবি ও কবিতা””

: | : ২৫/০৯/২০১৩

লেবু চিপা রসের মত
ভালবাস কবির হৃদয়ের শব্দরস,
কবিতার স্বাদ মনের জিভেতে
কবি যেন বিস্বাদ কষ।
আবেগ-আপ্লুত হও তুমি;
হও তুমি রোমাঞ্চিত,
কেবল তুমি কবিতা ভালবাস
ভালবাসা থেকে কবি বঞ্চিত।

কবিতা বয়ে দেয় তোমার হৃদয়ে
প্রেমের মলয় পবন,
প্রাণ জুড়ায় কবির কবিতায়
তবু নয় কবি আপন।
হৃদয় ক্ষরিত রক্ত ফোঁটা
কলমের আগায় এসে বিরহের কবিতা,
ভেবে দেখনি- কি যন্ত্রণা;
জানে কেবল বিধাতা।
দেয় না কেউ হৃদয়ের কাঁটা ঘায়ে
এক চিলি ব্যান্ডেজ,
অঝর ধারায় ঝরে সাদা পাতায়
কবি হয় নিঃশেষ।
কবিতার মুগ্ধতায় মোহিত তুমি
হও তুমি মাতাল,
ফল খাও যে গাছের
সেই গাছ-ই রয় আড়াল।
তোমরা শুধু কবিতা ভালবাস
কবির হাত খালি,
ফুলের রুপে মুগ্ধ হয়েছ
ভালবাসনি কভূ মালি।
ঝিনুকের বুকের রসে
তিলে তিলে হয় মুক্তো,
মালা করে গলায় পরো
ঝিনুকের প্রাপ্তি সুপ্ত।
কাঙ্গাল কবি হাত পেতে
ভালবাসা প্রার্থনা,
নিঃস্ব কবি কিছুই পায় না
দুয়ারে দুয়ারে বঞ্চনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top