Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জটিল ধারাপাত

: | : ২৫/০৯/২০১৩

সোজা পথের পথিক কেন

উল্টো পথে হাঁটে?

দিনমজুরের স্বপ্ন-বেলুন

ধপাস করে ফাটে?

 

মাটির মেঝেয় শয্যা কারো

বালিশ-কাঁথায় ঘাম,

এসি ঘরে ঘুমিয়ে করে

জীবনের বদনাম।

 

সুখ-সাঁজালির পায়েস-পিঠা

অরুচিকর খাদ্য,

মন কারো নয় হাতে ধরা

ডুগডুগি বাদ্য।

 

 

ভুল ঋতুতে পেখম তুলে

ময়ূর কখন নাচে,

ধুকপকুনির অংক কষে

যখন মানুষ বাঁচে।

 

 

নামতা কষা জীবন জুড়ে

জটিল ধারাপাত,

বেঁচেও কেউ মরে থাকে

সোজা হয়েও কাৎ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top