Top today
জটিল ধারাপাত
সোজা পথের পথিক কেন
উল্টো পথে হাঁটে?
দিনমজুরের স্বপ্ন-বেলুন
ধপাস করে ফাটে?
মাটির মেঝেয় শয্যা কারো
বালিশ-কাঁথায় ঘাম,
এসি ঘরে ঘুমিয়ে করে
জীবনের বদনাম।
সুখ-সাঁজালির পায়েস-পিঠা
অরুচিকর খাদ্য,
মন কারো নয় হাতে ধরা
ডুগডুগি বাদ্য।
ভুল ঋতুতে পেখম তুলে
ময়ূর কখন নাচে,
ধুকপকুনির অংক কষে
যখন মানুষ বাঁচে।
নামতা কষা জীবন জুড়ে
জটিল ধারাপাত,
বেঁচেও কেউ মরে থাকে
সোজা হয়েও কাৎ।