Top today
টাওসের গুনগুনানি
নিউমেক্সিকোর ছোট্ট শহর তাও। সেখানকার মরুর বাতাসে বছরের পর বছর ধরে কি যেনো এক বিরক্তিকর বিদঘুটে রহস্যময় শব্দ ভেসে আসছে। খুব ক্ষীণ সেই গুনগুন আওয়াজ। তবে একটু ভালো করে খেয়াল করলেই অদ্ভুত সেই গুনগুনানি কানে বাজে। আর কখনই এ ধরনের শব্দ শুনতে পাননি এমন বাসিন্দার সংখ্যা সেখানে শতকরা দুই ভাগেরও কম। কারো কারো বিশ্বাস অজানা কোনো কিছু হয়তো এই শব্দের উৎস। অন্যরা সন্দেহ করেন গণহিস্টিরিয়া বা গোপন কোনো মানসিক কারণে অথবা অশুভ কিছু থেকে এই শব্দের উৎপত্তি হচ্ছে। কিন্তু মানসিক, প্রাকৃতিক বা অতিপ্রাকৃতিক যে কারণেই সৃষ্টি হয়ে থাক না কেন আজ পর্যন্ত কেউই এই শব্দের প্রকৃত কারণ চিহ্নিত করতে পারেননি।