Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দেজা ভু

: | : ২৫/০৯/২০১৩

ফ্রেঞ্চ শব্দগুচ্ছ দেজা ভু’র মানে ‘যা আগে দেখা হয়ে গেছে’, রহস্যময় এই অনুভূতির কারণে ঘটমান কোনো ঘটনা আগেই ঘটে গেছে বা আগে থেকেই জানা ছিল বলে মনে হয়। উদাহরণ হিসেবে বলা যায় কোনো এক মহিলা কোনো বাড়িতে বেড়াতে যাওয়ার পর থেকে তার কাছে সেই বাড়ির আসবাবপত্র ঘরদোর সব কিছুই পরিচিত বলে মনে হচ্ছে, অথচ তিনি আগে কখন সেখানে আসেননি, ঠিক একইভাবে কারো কারো মুখ যেন হাজার বছরের পরিচিত বলে মনে হয়। কেউ কেউ একে পূর্ব  জন্মের স্মৃতি বলে উল্লেখ করেন। তবে মন-গবেষকরা এর স্বাভাবিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন, তার পরও মানুষের এই ধরনের আচরণ আজো রহস্যই রয়ে গেছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top