Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নষ্ট মানুষ

: | : ২৫/০৯/২০১৩

সেই পথেই এসেছি ফিরে আমি,

যেখানে এসে ডুবে গিয়েছিলাম-

অতল স্মৃতির জোছনা মাখা-

সুশোভিত কাব্যকথার সমুদ্রে।

নোনা স্বাদের পাণ্ডুলিপির গহীনে।

 

ফিরে এসেছি, সকল মায়া ত্যাগ করে।

আবারও সেই পথে, মৃত পথিক হয়ে।

যেখানে চারিধারে শবদেহ পোড়ে,

যেখানে চারিধারে ছড়িয়ে আছে-

ফুলে ওঠা পচা লাশের গন্ধ।

যে পথ মিছে গিয়েছে শূন্যতায়,

আর্তনাদ করে করে হাঁপিয়ে উঠে-

সে পথের ক্ষুধার্ত হায়েনার কংকালগুলো।

আকাশ হতে কাদামাটির বৃষ্টি ঝড়ে,

যে বৃষ্টিতে মিশে থাকে রক্ত।

সেই বৃষ্টি তে ভিজে রক্ত-সিক্ত হবো বলে,

আবারও এসেছি ফিরে আমি, এ পথে।

যে পথে যখন সূর্য হাসে,

অদ্ভুত বিদ্রূপ মাখা কণ্ঠে।

মৃত শকুনের চিৎকারে পালিয়ে যায়-

একঝাক মৃত দাঁড়কাক,মিছে ভয় নিয়ে।

শুন্যতার অক্ষিকোটর গলে বেরিয়ে আসে,

পচে যাওয়া সাপের বাচ্চাগুলো,

যাদের মরচে পরা দাঁতে বিষ থাকেনা।

 

খানিক দূরে দূরে যে পথের ধারে-

ঠায় দাড়িয়ে থাকা বৃক্ষরা কাঁদে।

একটি মাত্র,অন্তত একটি মাত্র পাতার আশে।

আমি সে পথেই এসেছি ফিরে,

স্বীকৃতি প্রাপ্ত নষ্ট মানুষ হয়ে।

ফিরে এসেছি সে নষ্ট জগতে,

সকল মৃতদেহের ভিড়ে,বিদঘুটে গন্ধে-

বুক ভোরে শ্বাস নিয়ে তৃপ্ত হতে।

আমি এসেছি,আবার এসেছি ফিরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top