Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পেলাম প্রথম পুরস্কার “মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩”

: | : ২৫/০৯/২০১৩

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি-
আমি জাতিসংঘ (ইউনিসেফ)-এর দেশব্যাপী আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩-এর প্রথম পুরস্কার লাভ করেছি।

গতকাল ২৪/০৯/২০১৩ই তারিখ বিকেল ৪ টায় হোটেল রূপসী বাংলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।

পুরস্কার হিসেবে পেয়েছি সন্দপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা।
পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তখ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু।
পুরস্কার গ্রহণের পর আমার প্রতিক্রিয়া জানতে চাইলে আমি আমার প্রতিক্রিয়া জানালাম। এছাড়া কয়েকটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি।
মাননীয় মন্ত্রী আদর করলেন এবং আশীর্বাদ করলেন।

অনুষ্ঠানে ইউনিসেফ-এর কান্ট্রি ডিরেক্টর, যাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

আমি এর আগে পরপর তিন বার মীনা মিডিয়া এ্যাওয়ার্ড (২য় পুরষ্কার) পেয়েছি।

পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয়।
আমি এই আনন্দের খবরটি প্রিয় ব্লগ চলন্তিকার মডারেটর স্যার, ব্লগার ও লেখকদের সাথে শেয়ার করলাম।
আমি আপনাদের উপদেশ, পরামর্শ আর ভালোবাসা পেয়ে অনেক খুশি।
আমার স্কুলে এ খবর পেয়ে সকল স্যার ও সহপাঠীরা অনেক অনেক খুশি। আজ এ নিয়ে স্কুলে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে।
আপনারা আমার জন্য দোয়া করবেন।

ইতি,
সুমাইয়া বরকতউল্লাহ্

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top