Top today
বহুরুপি আমি বহুরুপি হতে চাই আজ
বেহুরুপিয়া বেহেরুপিয়া
বহুরুপি বহুরুপি
হতে চাই আজ আমি
বহুরুপি বহুরুপি
হতে চাই আজ
আশিক এর সাথে আশিক
প্রেমিক এর সাথে প্রেমিকা
ভাই এর সাথে বোন
বাবার সাথে তার মেয়ে
মায়ের কাছে তার আদরের মেয়ে
হতে চাই আজ আমি
একেবারে তাদেরই মত করি l
বহুরূপে আজ বহুরূপে
করতে চাই আজ নিজেকে প্রতিষ্ঠিত
আছে যত বর্ণ .আছে যত প্রকার
আছে যত রকম সাজ …
সবকিছুতে দেখতে চাই
মিশতে চাই সবার সাথে তাদের মত করে
খোদাকে বলতে চাই আমি দেওয়ানা তোমার
দেওয়ানাকে বলতে চাই আমি বড় দেওয়ানা
পাগলকে বলতে চাই আমি বড় পাগল
করতে চাই সবার ভিতরের পরিবর্তন
যদি না হই সবার মত করব
কিভাবে সেই পরিবর্তন
বহুরুপি আমি বহুরুপি
সুধু ড্রেস এ বাহ্যিক আবরণে
যদি দেখো কখন বা পরে টুপি
কখনো ক্যাপ শার্ট .বা হিজাব
বুঝনা আমাকে ভুল
ভিতরে আমি আসলে নহি বহুরুপি
সদা আছি অচল অবিরাম ..অষ্টপ্রহর
ধ্যানে খোদার আর ধ্যানে তোমাদের