Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

”যন্ত্রমানব”

: | : ২৫/০৯/২০১৩

অনুভূতি শূন্য যন্ত্রমানবের মত
হত যদি মনের দাসত্ব মুক্তি,
প্রোগ্রামিং করা চলন গতি
হত নিখুঁত জীবন পংতি।
চোখের জল কেবলই জল
তুলিতো না আলোড়ন,
কারো রুপের ঝলকানিতে
হত না গোপন শিহরণ
আশা ভঙ্গের হতাশার কালো মেঘে
হত না জীবন ফ্যাকাসেমলিন,
হিংসাবিদ্বেষশঠতার এলার্জি
হত চির বিলীন।
দুশ্চিন্তার চতুর্মূখী চাপ
হয়ে যেত অকার্যকর,
আমার আমার করে কেউ
হত না স্বার্থপর।
দিগন্ত ছোঁয়া নীল আকাশ
কেবলই তা নীল সামীয়ানা,
যন্ত্রমানবের মন নেই;
থাকিত না আবেগের বিড়ম্ভনা।
শখআহ্লাদ-আবদার;
থাকিত না যন্ত্রমানবের অভিধানে,
প্রেমপিরিতিভালবাসাহীন;
কাটাবে না নিঝুম রাত বিরহী মনে।
থাকিত না দ্বিধাসংকোচের গোলক ধাঁধা;
থাকিত ধোঁকাছলনার বিশ্রী ময়লা,
মন সমুদ্র নেইনেই ঢেউ
তাই উঠিত না ঝড় আইলা।
অনুভূতিহীন যন্ত্রমানব
কেবলই যেন চামড়ার দেহ,
মনকষ্টের গরম খুন্তির জ্বলন নেই
নিষ্প্রাণ রক্তমাংসের গৃহ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top