Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

শব্দ থেকে কবিতা

: | : ২৫/০৯/২০১৩

কিছু কিছু শব্দ আছে

যা এক একটি ভাবময় কবিতা,

তুমি যদি মনে ভাবো অতল গভীরতা,

তবে স্পর্শ পাবে শব্দের ঘর…

গহন হৃদয়ে যদি এঁকে নাও—

হোক তা বিষণ্ণতার,হোক তা ছেঁড়া স্মৃতির পাতা,

তবু দেখো

হৃদয় কম্পনে সহস্র ঝেঁপে ওঠা শব্দ

শব্দের পর শব্দ

সিঁড়ি হয়ে উঠে গেছে আকাশ…

 

অথবা আঁধার,ঝুপড়ির রাত নামা

প্রচ্ছায়া ছায়ার আলিঙ্গনে

স্বপন যদি ধূসর,

তবু তা শব্দ…শব্দের গভীরে

শব্দের অভ্যন্তরে–

কবিতা,কবিতা,কবিতা !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top