Top today
সেই পুরাতন অন্ধকার
সেই পুরাতন অন্ধকার
ফিরে আসে বার বার
এ অভাগার সংসারে।
ফিরে আসে ভয়
মৃত্যুর, নরকের কিংবা
নৃশংস বেচে থাকার।
সেই পুরাতন অন্ধকার
ডাহুকের ডাক,শকুনের হাক
আমাদের ব্যর্থ সংসার।
সেই পুরাতন অন্ধকার
ফিরে আসে বার বার
এ অভাগার সংসারে।
ফিরে আসে ভয়
মৃত্যুর, নরকের কিংবা
নৃশংস বেচে থাকার।
সেই পুরাতন অন্ধকার
ডাহুকের ডাক,শকুনের হাক
আমাদের ব্যর্থ সংসার।