Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অযাচিত

: | : ২৬/০৯/২০১৩

   চাঁদ ভাঙ্গা চেহেরায়
   ঠোঁট ভাঙ্গা ঢেউ তুলে
   পিত্‌লা ঘুঘু ঠোঁট ঠুকে
   রসের ঠোঁটে চুমু খেলে,
   তুমি ও না বুঝে নারী
   অযাচিত ভুলে ,
   বাকিটা ও তুলে দিলে
   খোলে মেলে সুগন্ধি পাতে;

 
   কেউ কি ছাড়ে
   সোনার দেহ
   হাতে  পেলে ?
   সুখ ভোগ শেষে
   উড়াল পাখী উড়ে
   আকাশের নীলে,
   তুমিই শুধু –
   রয়ে গেলে পাতালে,
   কাদায় মাখামাখি
   কলন্ক জলে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top