Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

ঋতু বদল

: | : ২৬/০৯/২০১৩

জ্যৈষ্ঠ সেদিন পালিয়ে গেলো
আষাঢ় এলো বাড়ি
দুইজনাতে নেই যেন ভাব
কেবল আড়াআড়ি

জ্যৈষ্ঠ যখন ঘামে ভেজায়
আষাঢ় ভেজায় বৃষ্টিতে
জ্যৈষ্ঠ জেদি আগুন হাওয়ায়
আষাঢ় অনাসৃষ্টিতে

আষাঢ় গেলে শ্রাবন আসে
সেই বা কিসে কম
সাথে আনে কালো আকাশ
বৃষ্টি ঝমঝম

দু দিন পরে হারায় কোথা
ভুল করে পথে
ভাদ্রকে রেখে যায়
আশ্বিনের রথে

তাল পাকা সে গরমে
পাক ধরে চুলে
আশ্বিনি ঝড়ে দেখো
গাছ-পালা দোলে ।

এরপরে ঘরে ঘরে
আসে পাকা ধান
নিয়ে আসে দুই ভাই
কার্তিক -আঘ্রাণ ।

পৌষ আর মাঘ
লেপে ঢাকা থাক
আসে ফাল্গুন চৈত্র
নিয়ে বৈচিত্র্য

সংক্রান্তির শেষে
আসে বৈশাখ
বৈশাখ জানে দিতে
নতুনের ডাক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top