Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পাড়ি তরুণীর

: | : ২৬/০৯/২০১৩

1

দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পেরনোর বিরল নজির স্থাপন করলেন ব্রিটিশ তরুণী সারা আউটেন। জাপান থেকে যাত্রা শুরু করেছিলেন। ঝড়ঝাপটা সামলে সোমবার আলাস্কা পৌঁছলেন তিনি।

লন্ডন থেকে যাত্রা শুরু করে লন্ডনে ফিরে যাওয়া। বিমানে নয়, গাড়িতে নয়। পুরোপুরি মানবিক ক্ষমতায়।

কখনো সাইকেলে, কখনো বা রোয়িং করে। সারা আউটেনের পরিকল্পনার পোশাকি নাম ‘লন্ডন টু লন্ডন’। এই অ্যাডভেঞ্চারের একটা ধাপ তিনি পেরিয়েছেন সোমবার। রোয়িং করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে।

এর আগে ২০১০-১২ সালে একবার চেষ্টা করেছিলেন। কিন্তু, সামুদ্রিক ঝঞ্চায় সেবার তাঁর বোটটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল। জাপানের উপকূলরক্ষীরা তাকে উদ্ধার করেছিলেন।

এ বছর নতুন বোট নিয়ে ফের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়েন সারা। এবার তিনি সফল। সোমবার আলাস্কার আদাকে পৌঁছেছেন তিনি। যদিও যাত্রা এখনও অসমাপ্ত। এরপর লন্ডনে ফেরার জন্য ফের একবার নৌকা ভাসাবেন সারা। তবেই শেষ হবে তার বিশ্বভ্রমণ।

এরআগে ২০০৯ সালে রোয়িং করে ভারত মহাসাগর পেরিয়ে ইতিমধ্যেই গিনিস বুকে নাম তুলে ফেলেছেন এই ব্রিটিশ তরুণী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top