Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নব নব বিস্ময়

: | : ২৬/০৯/২০১৩

উৎসর্গঃ সুমাইয়া  বরকতউল্লাহ

জ্যোৎস্নার রুপ নাই
সব  রুপ  তোমাত্‌
বৃষ্টিতে  ভিজে  তাই
কাঁকাতুয়া পাখিতে।

সূর্যেতে   হাসি  নাই
সব হাসি তোমাতে,
রৌদ্র   আসে    তাই
শুধু  ভালবাসিতে।

মেঘের  ভাষা নাই
সব ভাষা তোমাতে,
পাখির   গান   তাই
নব দিন  আসিতে।

রঙধনু   আসে  যে
সে  স্বপন  বাঁধিতে,
যে  স্বপন তোমাতে
চোখে  মুখে হাসিতে।

তুমি   শুধু   স্বপনে
স্বপনের  রঙ  নাই,
তবুও   নব  সৃজনে
তবুও    ভয়   নাই।

আজগুবি    কথাতে
আজগুবি   ভাবনায়
নব     নব আশাতে
নব    নব   বিস্ময়।

২৬.০৯.১৩, ঢাকা।

বি দ্রঃ  সুমাইয়া বরকতুল্লাহ আমাকে এখানে ছড়া পোস্ট করতে বলেছিলেন অনেকদিন আগে। কিন্তু তা করা হয় নি। তার কারন আমি তেমন লিখিনি ছড়া। আর গতমাসে অনেক কিছু লিখেছিলাম তাই বলেছিলাম এই মাসে কিছু লিখব না। মানে কবিতা লিখব না। এ কথা শুনে আমার ছোট বোন বলে উঠল যে আমি পারব না। আমি কবিতা না লিখে থাকতে পারব না। আমি বললাম পারব। তখন বাজি হয়ে গেল। হা হা

তাই লেখেনি। কিন্তু শেষ পর্যন্ত একটা ছড়া লেখলাম। তা সুমাইয়া বরকতউল্লাহকে উৎসর্গ করে।

সে সম্প্রতি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩-এর প্রথম পুরস্কার লাভ করেছি। এখানে যখন আমার এ সংবাদ শুনলাম। আমার খুব ভাল লাগল। তাই তার খুশির সময়ে তাকে আরেকটু বেশি খুশি করার ইচ্ছা হল।

ছড়া তেমন ভাল হয়নি জানি। কিন্তু তা হয়তো আপনার মুখে কিছুদিন হাসি ধরে রাখতে পারবে।

সুমাইয়া বরকতউল্লাহ আপনার জন্য শুভেচ্ছা রইল আর অনেক অনেক শুভকামনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top