Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ভুলে থাকা

: | : ২৬/০৯/২০১৩

আমার কথা নাই বা মনে এলো
আমি রবো তোমার চোখে চোখে,
আকাশে শুভ্র মেঘ এলোমেলো
ঢাকুক বা চাঁদ ছায়া এঁকে এঁকে।
তাতে আর আকাশের কি হবে!
তারার মনের চাঁদের প্রেম কি যাবে।

অথবা তারা নাই বা আসুক কাছে
প্রেম কি যাবে চাঁদের মনের থেকে!
অথবা চাঁদ যদি নাই বা ভালবাসে
তারা কি পড়বে না আর খসে!
যে প্রেম তৃষায় জ্বলে চাঁদের তরে
যার প্রতি প্রেম ফুলের মত ঝরে।

যে ফুল ফোটে হরিণ বনের ধারে,
যে ভোর হয় দোয়েল পাখির শিসে,
কার প্রতি আর কার হৃদয় মরে
প্রেমের মত ব্যাথা ভরা বিষে!
সে ফুলের সাথে দোয়েল পাখির দেখা
নাই বা হল, ফুলে প্রেমের পরশ মাখা।

তবুও কি পরবে না আর মনে,
হঠাৎ ভোরে দোয়েল পাখির শিসে
অথবা ভোরে শিশির ভেজা বনে
অথবা সূর্য আলোয় ভেজা ধানের শিষে।
আমি তো প্রভাত হবো রাতে
আমি তো সদা তোমার সাথে সাথে।

তুমি মোরে নাই বা ভালবাসো
চাঁদের মত দূর থেকে শুধু হাসো।
তাতে কি আর থেমে রবে চঞ্চল!
হৃদয় সদা প্রেমের ধারার অঞ্চল।
যে ধারা যায় না কভু থেমে
কভু না তাকায় ডানে বা বামে।

০১.০৮.১৩, নওগাঁ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top