Top today
সাঁঝ ঘনালে আঁধার
জীবন জুড়ে,
অনামিকার ভাবনায় কেটে গেল
বেশ কিছু সময়।
বেলা গড়িয়ে,
সাঁঝ আঁধার বেশ জেঁকে বসেছে
সাঁঝ লালিমার আঁচলে।
মৌনতায় দ্বার খুলে,
সেই সাতাশ বছর পর দেখা চলতে পথে
থমকে ছিল সাঁঝ।
পাখিদের চোখা চকিতে,
আকাশে নাগর দোলায় আঁধার নেমে এলে
সাঁঝ মিহি হতে থাকে।
শুধু চোখে চোখে,
বড় বড় দীর্ঘশ্বাস সন্ধ্যা অমানিশার আঁধারে
মিশে গেল নিঃশেষ।
১৪২০@ ১ আশ্বিন,শরৎকাল।