Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপন মামা

: | : ২৬/০৯/২০১৩

নামটা মামার স্বপন
এসেই এবার গেলেন করে
হাসির বৃক্ষ বপন !
সেই বৃক্ষে ডালপালা নেই,
নেই শেকড়ও, আছে হাসির গল্প:
গল্পটাতে হাসির খোরাক
খুব বেশি নয়, অল্প।

সেদিন ভোরে উঠান ছিলো
ঝড়-বাদলে সিক্ত;
উঠানজোড়া শ্যওলা থাকায়
পিছল অতিরিক্ত।

যেই না হলো ভোর
রওনা দিলেন পুকুর ঘাটে
যায়নি ঘুমের ঘোর।
হঠাৎ দেখি স্বপন মামা
ছড়িয়ে দিয়ে হাত;
মাঝ উঠানে কাদায় জলে
সটান ভূমিস্মাৎ !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top