Top today
“হিংসের জন্মধাত্রী”
অপ্রাপ্তির কুহেলিকা অবচেতন মনে,
পুঞ্জিভূত ক্ষোভ অতি যতনে।
ক্ষোভ হিংসের জন্ম ধাত্রী,
কেহ নহে আপন;কেহ নহে মৈত্রী।
মনের আনাচেকানাচে করে সংক্রমণ,
হিংসে যেন জালিম নিষ্ঠুর সুদখোর মহাজন।
হিংসের সংক্রমণ চক্রবৃদ্ধি হারে,
কিংবা দাবানলের মত ছারখার করে পুড়ে।
দাবানলের শুভাকাঙ্ক্ষী খুঁজা অসার,
তেমন নিষ্ফলা-মিত্র খুঁজা হিংসার।
কতটা হিংস্র ক্ষুধার্ত হায়না,
অসীম তার ক্ষুধার বায়না।
হিংসা যেন দীর্ঘ অনাহারী বুভূক্ষা,
ছিন্ন ভিন্ন ভোজনের তিতিক্ষা।
চুপে চুপে কাঠ কয়লা জ্বলে অপ্রাপ্তির,
হিংসের ধোঁয়া জ্বলন ধরায় অক্ষির।
অপ্রাপ্তি উত্তপ্ত ঢাকনা দেয়া জল,
ফুঁসতে ফুঁসতে উপচে পড়ে হিংসের তরল।
যত ক্ষোভ-যত আক্ষেপ-যত অপ্রাপ্তি,
সবি হিংসের জন্মধাত্রী।