Top today
ঠিকানা।
———————————————-
ঘরে থাকলে ঘরে থাকো
ঘর কন্যা করে
রেঁধে বেড়ে সুখে
ঘর কুনো হয়ে
বাজা ও বসে অলস মনের বীণা;
পা বাড়ালে পথে
পথ দেখাবে পথে
পথের দিশা পাবে
পথে পথে ঘুরে
পাবে এক দিন খুঁজে
আপন ঠিকানা;
ঘরটা ছেড়ে আগে
পা টা বাড়াও পথে
পথই বলে দেবে
কোন পথেতে যাবে
কোথায় তোমার ঠিকানা।
……………………………………………….