ঈদ আসবে বলে
আজ আমার মন ভাল
ঈদ তুমি আসবে বলে
সকাল  দুপুর  সাঁঝ বেলা
নীশি-রাত খুশির দোলা
ভাই বোনদের মিলন মেলা,
সরু বাঁকা চাঁদ পশিচমের  হেলা গগন কোনে
আনন্দে, উম্মাদনায় পুলকিত মনে
নতুন পোশাকে শিশুদের হাসি মুখ
মুছে দিতে যত যাতনা, বেদনা-দুঃখ
ধনী-গরিবের তরে
কেহ দেয় আর কেহ নেয়   দু’ হাত ভরে ।
জ্যোৎস্নার রুপলী আলো
আজ আমার মন ভাল,
আজ ঈদ!
সূর্যের  হাসি যেন মনের কোনে কোনে
পাখির কিচির মিচির  গান করে বনে
রঙধনু সত রং খেলা করে নয়নের কোনে
সাগরের উতলা  ঢেউয়ে ভেসে আসা জল কণারাশি
নতুন যুগলের মন খোলা হাসি বড্ডো  ভাল বসি
শত মাইলে বেগে ঝাপটায় হাওয়ার সুরসুরি
সাগরের   ঢেউ হতে ভেসে আসা পাথরের নুড়ি;
আজ আমার মন ভাল
ঈদ তুমি আসবে বলে
সজাগ হয়ে উঠে আবেগের উচ্ছ্বাসে  উচ্ছ্বসিত,পুলকিত,
আকাঙ্ক্ষার  হৃদয়ের ঝংকারে
গাথিনি  বকুলের বা  শিমুলের মালা
উথলা হয়েছি  নীলিমায় সাঁঝের বেলা
বৃষ্টির ছন্দে রাতের গভীরে রঙিন স্বপন
পাখিদের নীড়ে ফেরা প্রিয়জনের প্রতিটান
নদীর তীর মাঝিদের  গান
আসছে আমাদের প্রিয়জন
আজ   চাঁদের সাথে আঁড়ি
সাগর দিয়েছি পাড়ি,
যেখানে পোতা আছে আমার নাড়ী
যাব আমি বাড়ি ।
এই পৃথিবী এক প্রবণচনাময়
ক্ষণিকের প্রেম প্রীতি বলয়   !!
বিজলী  চমকানো আলো
ঈদ! তুমি আসবে বলে
আজ আমার মন ভাল ।
