Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টি ঝরুক তোর বিহনে

: | : ২৭/০৯/২০১৩

মেয়ে তুই যদি বৃষ্টির জল হতি
আমি চৈত্র ক্ষরায় ভিজতাম নিরবধি
কলাপাতার ভেলায় ভেসে শাপলা কুড়াতাম
তোর উঠোনে বৃষ্টি ফোঁটায় গড়াগড়ি খেতাম
প্রথম ফোটা কদম ফুলটা তোর খোঁপায় পরাতাম।

মেয়ে তুই বৃষ্টিস্নাত দুর্বাঘাস হলি না কেন?
তোর কোলে স্নিগ্ধ হতাম স্বচ্ছ জলের মতো
স্বপ্নডানায় ভাসিয়ে দিতাম তোর যত দুঃখ
মায়াবি আকাশ ডাগর চোখে আমায় শুধু দেখত
ফুলের বনে মধু নিতে প্রজাপতিরা ছুটে আসত।

মেয়ে তুই শাপলা শালুক, ডিঙ্গি নৌকার
ঝাপুর-ঝুপুর শব্দ মধুর ঝরনা হবি?
ভীষন ক্ষরায় তোর জলেতে ভিজব আমি
মাতাল হাওয়ার কানে কানে বলব কথা সঙ্গোপনে
নীলাম্বরী আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরুক তোর বিহনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top