Top today			
			মনের ঢেউ
তুমি যখন হেঁটে যাও
পাখিরা করে কিচির মিচির
আমি তাকাই বিভোর হয়ে।
তুমি যখন হেসে ওঠো
বাতাস লুটোপুটি খায়
শরীরে জাগে শিহরণ।
তুমি যখন চুপ করে থাকো
মনে জাগে ভয়
তুমি যখন কথা বলো
হৃদয়ে ওঠে কাঁপন।
রজনীগন্ধা হাতে যেদিন দিলে স্পর্শ
মনে সেদিন উঠলো ঢেউ
যেদিন গেলাম তোমার আঙ্গিনায়
নীড়ে থাকতে পারনি সেদিন।
