Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সত্যি না ছবি ?

: | : ২৭/০৯/২০১৩

যানজট দেখে দেখে খটকায় পড়ি;
রজ্জুকে শাপ ভ্রমি, শাপ হয় দড়ি !
জটে পড়া গাড়িগুলো চুপচাপ বসে
ধুক্ ধুক্ শোর তোলে ধোঁয়া ছাড়ে কষে !
ইন্জিন চলে শুধু নড়ে না তো গাড়ি;
কচ্ছপ এর চেয়ে ছোটে তাড়াতাড়ি !
পেটে থাকা যাত্রীরা উসখুস করে;
পড়ে থাকা কাজ নিয়ে ভেবে ভেবে মরে !
অফিসের বস ক্ষ্যাপা, বন্ধুরা রাগে;
বউ ভাবে বাড়ি নয়, চাকুরীটা আগে !
বসে আছে বান্ধবী রমনার টুলে ;
মুখ লাল তার ভয়ে, হাত লাল ঝুলে !
প্লেন মিস, ট্রেন মিস, মিস হয় বাস ;
সময়ের মূল্যকে করে পরিহাস !
রোগীদের প্রাণ নিয়ে পড়ে টানাটানি;
‘তাদেরকে পথ ছাড়ো’ এসব কী মানি ?
সাথে আছে জলজট, ক্ষমতার ডাঁট !
গাড়ি গাড়ি ঘষাঘষি লাগে হুট্ হাট্ !
জীবন চলার পথ পথে গেছে থেমে;
উন্নতি বাদ গেছে নিচে যাই নেমে।
যানজটে বসে বসে ভাবছেন কবি-
চোখের সামনে গাড়ি, সত্যি না ছবি !?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top