Top today
আমার
আমার যা আছে তা দিয়েই চেষ্টা আমার যদি ভালবাসো,
আমি যা জানি তা দিয়েই চেষ্টা আমার যদি একটু হাসো।
বনে বনে কভু পাখি গান গেয়ে গেলে আমার হৃদয় তাতে,
পাপিয়ার সুরে আসো স্বপনে কোন বা শান্ত গভীর রাতে।
সমুদ্রের জল তিক্ত তবুও জলাধারে পড়ে তা মিষ্টি,
যদি কোন ভাবে মোর চোখে পড়ে যায় মায়াবী চোখে’ দৃষ্টি;
তাই আমার যত স্বপ্ন তার মালা গাঁথি যদি কাছে আসো,
বসন্তের চাঁদনীর রুপ হয়ে যদি আমায় ভালবাসো।
যত ভালবাসা হয় গুহার ভিতর অন্ধকারের আলো,
আমার যা আছে তা দিয়েই চেষ্টা আমার যদি বাসো ভালো।
০৩.০৭.১৩, ঢাকা।