Top today
এখন একটি গান শুনি
ভুলে যাও , ভুলে যাও
আর ডেকো না
চলে তো এসেছি , আমার পানে
আর চেওনা ।।
আমার সূচি প্রেম
তুমি পদে দলেছ
শত ঘৃণা হেলায়
আপনারে বড় ভেবেছ ।।
আমি জ্বালার মালা রচি
মোর দোসর বেদনা ।
ঐ ………….।।
তোমার স্বাদ পূরণ করেছি
অচিন দেশে চলেছি ।।
বুঝিবে কোন ক্ষণে
যবে পরিবে মনে
আমার লাগিয়া নিশিয়া
অশ্রু ফেল না ।
ঐ ………….।।