Top today
ও কবিতা, কই যাও তুমি ?
ও কবিতা
কবির দুহিতা
সেজেগুজে রসিক পাঠক ছেড়ে
কই যাও তুমি ?
নিয়ন আলোর রূপে
টাকার ব্যাপারী দেখে
হাসি দিয়ে পথে নেমে গেলে !
ও কবিতা
কবির দুহিতা
ভুল পথে যেও না গো মেয়ে
আলোর পিছের রূপ
দেখে নিও ভালো করে পা ফেলার আগে
ও কবিতা
গানের ভগিনী তুমি
সুর ছেড়ে অসুরে মজো না
ভালো বেসে কেউ যদি
ডেকে নেয় কাছে
তবেই বাড়িও মেয়ে
সমর্পিত হাত
যদি লাগে অপেক্ষার
দুচারটি বাড়তি বিকেল
লাগুক না
কী আর এমন যায় আসে তাতে ?
ভুল ডাকে সাড়া দিয়ে
ভুল হাতে হাত রেখে
কই যাও তুমি ?
ও কবিতা
কই যাও মেয়ে !