Top today
নতুন রামপাল
=======================
রামপাল সে তো স্বপ্ন ভাবনার চিত্তে
কান্ডরী লঘু উঠা, এক ভাসা পাল-
ক্ষতির সাধন হয় না যানি একচুল জাল
সে তো রামপাল- সে তো রামপাল,
জীবন প্রকৃতি-পশুপাখির হয় না রক্ত ম্লান।
১৬ কোটি গনতন্ত্রের কণ্ঠ ভাঙ্গা আর্তনাদ
সুন্দর বনের গোলপাতার ঝরার সমান-
স্বার্থের বাহুতে কি সের কয়লার বিদ্যুত আন
প্রযুক্তি তো হবে ধ্বংস,বুঝেনা মুর্খ শয়তান,
কত জাগায় আছে, কর না ভাই- সে খান।
তবু ষড়যন্ত্রের ঘুমের ঘোর একটা বার ভাঙ্গ
নতুন জাগায় গড় না ভাই, কয়না বিদ্যুত
নতুন ভুমি কোন এক রামপাল- তাতেই
শান্তি লটাবে সুন্দর বনের গায়, গড় না ভাই
গড়,নতুন রামপাল-এটাই হোক স্বপ্ন আশার বান।
লেখার তারিখঃ ২৮/০৯/১৩