Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

মাঝ পথে ডুবাইওনা তরী

: | : ২৮/০৯/২০১৩

ঘন কুয়াশায় ঢাকা রাত
দেখা যায় না তারা কিংবা চাঁদ!!
গভীর থেকে গভীরতর কালো মেঘ আসছে ধেঁয়ে
অজানা ঝড় কখন যেন যায় ছোবল দিয়ে
লন্ড ভন্ড করে দিয়ে যায়
অতি যত্নে বোনা ফসলের মাঠ
এতই গভীর অন্ধকার খুঁজে পাবে না তীর..
এই বুঝি ডুবে যায়,ভেসে যায় স্বপ্নের নীড়
ঘন কুয়াশায় ঢাকা রাত
দেখা যায় না তারা কিংবা চাঁদ,
অন্ধকার করতে দূর
ফক লাইটের আলো ও যায় না বহু দূর..
তার পর ও থেমে নেই পথ চলা ।
হে তরনীর মাঝি-
ধরে ছিলে হাল তুলে ছিলে পাল
তুমি ছিলে রাজি ‍রেখে ছিলে বাজি
যত জনা তোমার যাত্রী
পার করবে দিবা রাত্রী
যতই আশুক ছোবল হানা
দূর্বল করবেনা তোমার ডানা,
যতই যাত্রী তোমার তরীতে
কিংবা তরে
যারা উঠেনি ঝরের ডরে
শক্ত শপথে পার করতে
হবে সবাইকে তোমায,
হে মাঝি- মাঝ পথে ডুবাইওনা তরী
তুমি যে যাত্রী নিয়েছ ভরি
বিশ্বাসে আর ভাল বাসায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top