Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই দিন গুলো কই ?

: | : ২৮/০৯/২০১৩

সেই দিন গুলো কই ?
পাখিদের ডাকে ঘুম ভাঙ্গিতো
সকাল হলে পরে ,
রাখালেরা গরু চড়াতো
বাঁশীতে গান করে ।

সেই দিন গুলো কই ?
মাঝি মাল্লা টানতো দাঁড়
ভাটিয়ালী গান গেয়ে,
নদী আর খালে জেলেদের জালে
মাছেরা থাকতো ছেয়ে ।

সেই দিন গুলো কই ?
আষাঢ়ে বৃষ্টি হতো
শীতে হতো শীত ,
বিয়ে বাড়ী পালকি আসতো-
প্রতিবেশীরা তাতে নাচতো-
আরো হতো গীত ।

সেই দিন গুলো কই ?
আউশ ধানে শিন্নি হতো-
প্রতিবেশীরা জুটতো কতো-
বইতো আনন্দ ধারা ,
বুড়ো বুড়িরা যতো আছে-
সেইখানটার ঠিক কাছে-
তারা ও হতো আনন্দে পাগল পাড়া ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top