Top today
একটি শেষ পত্রের কিছু অংশ
হিমি ,
আজ যাকে তুমি পথের পরিত্যক্ত নোংরা ধুলি কণা ভেবে সেচ্ছায় পদদলিত করে হীরার সোপানে স্বর্গ সুখের তরে ডুব দিয়েছ । হয়তো কোন দিবসে হীরার অণুগুলো তুষার বজ্রপাতের ন্যায় কোটি মাইল বেগে তোমার আপাদ মস্তকে বর্ষণ করবে । আর তুমি সেই আঘাতে জর্জরিত হয়ে যন্ত্রণায় নোংরা ধুলোয় গড়াগড়ি করবে ।
সেই ক্ষণে তোমার পদে দলা ধুলি কণা যদি ব্যাঙের ছাতার ন্যায় গতরে উপরে দন্ডায়িত হয় তবে এক দন্ডের তরে হলেও শান্তি অনুভব করবে ।
তাই মনে রেখ , ভূ-পৃষ্ঠের উর্ব্ধে বা নিম্নে দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুই অতি প্রয়োজনীয় , পরিত্যক্ত নয় ।
তুমি কাউকে ভাল না বাস তাতে আমার কিছু আসে যায় না তবে কাউকে অপদার্থ নিম্ন জাত ভেবে ঘৃণা করনা ।
(একটি চিঠির সামান্য অংশ )