Top today
কবিতার দায়মুক্তি
সেদিন রাতে ঠিক কি যে হলো
আমি পরে গেলাম কিছু শব্দের মায়ায়
ওরা জোনাকির মতো মাথার ভেতর উড়ে বেড়াতে থাকে অবিরত
আমি ততক্ষণে হিপনোটিজম,
আমার ছিঁড়ে যাওয়া ডায়রির পাতা নিয়ে বসি
এলোমেলোভাবে সাজাতে চাই কিছু শব্দ
কাব্যর তারে এবার ঝঙ্কার ওঠে,
আমি মুক্ত হই কবিতা লেখার দায় থেকে
ওরা জন্ম নেয় ওদের মতো করে
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি
সদ্য জন্ম নেওয়া কবিতার দিকে তাকিয়ে থাকি।