Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

তুমি আর আমি

: | : ২৯/০৯/২০১৩

সাগর হতে পারো তুমি, আমি তবে সাগরের গভিরতা

হতে পারো তুমি জলকল্লোল, আমি তবে কলের দেবতা

হে আমার কবিতা!।

 

রৌদ্র হতে পারো তুমি, আমি তবে ছাতাবণিক

নগর হলে তুমি, আমি তোমার নাগরিক

তুমি প্রেমিক হলে ত আমি তোমার বন্দনা

বন্দনা হলে তুমি, আমি সেই এবাদতখানা

হে আমার কামনা!।

 

ছায়া হতে পারো তুমি, আমি তবে কায়া

কায়া হলে তুমি, আমি তার মায়া

হে আমার ছায়া!।

 

আসমান হতে পার তুমি, আমি তবে মেঘমেদুর

হলে তুমি মেঘমেদুর, আমি তখন বারিধারাসুর

তুমি বারিধারা হবে ত আমি তবে ঝরঝর ঝরনা

ঝরনা হলে তুমি, আমি উৎস্বপ্রাণের উন্মাদনা

হে আমার কামনা!।

১৪ শ্রাবণ, ১৪১৪-

মানামা, আমিরাত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top