মেয়ে শিশু
ছোট্ট মেয়ের পুতুল খেলা
একটি একটি করে বালু দিয়ে ঘর বানানো
সংসারের স্বপ্ন বোনা
চোখের কাজলে, গামছা দিয়ে চুল বানিয়ে সাজুগুজু
আয়নাকে সবসময় ব্যস্তরাখা……….
ছোট ছোট প্যাকেট দিয়ে
আসবাব পত্রে সংসারের স্বপ্নবোনা
একটি মেয়ে শিশুর জীবন চলা …….
ঘাসফুল টোকানো,
ধুলো দিয়ে চাল বানানো
মন দিয়ে রান্না,
ছোট ছোট হাতে বাবার কাছে
ধুলো আর ঘাস ভরা থালায়
স্বপ্ন মাখা খাবার দেয়া
একটি মেয়ে শিশুর জীবন চলা…….
ছোট ছোট পায়ে
এ ঘর থেকে ও ঘরে
লিপস্টিকে ঠোঁট রাঙানো
দুই পায়ে আলতা মাখানো,
নেল পলিশে নখ সাজানো
আয়নাকে সবসময় ব্যস্তরাখা……….
একটি মেয়ে শিশুর জীবন চলা…….
পুতুলে পুতুলে ঘর ভরে
মাতৃত্বের আস্বাদনে
জীবনে নারীত্বের স্বপ্ন আঁকা
একটি মেয়ে শিশুর জীবন চলা…..
অসাধারন সুন্দর দিয়ে আবৃত করা
মেয়ে শিশুর জীবন ভরা…।
এই হাসি,
নুপুর পায়ে দৌড়দৌড়ি
উঠোনে সংসারের প্রতিচ্ছ্ববি
জীবনে লাল রংয়ের
অবাধ পদচারনা
ভরে থাক, চলতে থাক
মেয়ে শিশুর জীবন ভরা…
যেভাবে শুরু হয়
ছোট্ট মেয়ের পুতুল খেলা
ভালোবাসার স্বপ্নবোনা, জীবনবোধের মায়ামমতা ।