Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শরতে আসে……

: | : ২৯/০৯/২০১৩

শরতে আসে নতুন পাতা
সজনের ডালে ,
চুমো দিতে কিশোরী মেয়ের
কোমল গালে ।

শরতে আসে নতুন পাতা
আমের শাখায় ,
অচেনা গাঁয়ের রুপসী মেয়ের
ছবি আঁকায় ।

শরতে আসে কদম শিউলি
সুপ্ত রঙ্গে ,
কোমল গাঁয়ের কোমল কন্যার
সাজাতে অঙ্গে ।

শরতে আসে রোদ্রের বিষন্নতা
কৃষকের ঘাম ,
কৃষাণীর বুকের ঘন কাঁপন
রাঁধা শ্যাম ।

শরতে আসে মেঘ ডেকে
যুবতীর কানে ,
গুড়ুম গুড়ুম ভালবাসা কয়
গানে গানে ।

শরতে ডাকে দীঘির জলে
কোমল মতি আয়…,
ভিঁজিয়ে দেখি তোমার দেহোখানী
বেলা যে চলে যায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top