Top today
আঘাত করো আরেকটি বার
আঘাত করো প্রিয়া আরেকটি বার।
সহস্র চাঁদনীতে ঝরে পরে তারা,
তবুও কি ভালবাসা মরে যায় তার?
ভালবাসা কি জ্যোৎস্না হয়ে ফোটে না আবার?
আঘাত করো প্রিয়া আরেকটি বার।
আমিও জ্যোৎস্না হবো ভালবেসে তোমারে,
ঝরবো তোমার রুপে চাঁদনীতে নদীর পাড়ে
আনমনে ভাবাবো তোমারে চাঁদনীতে বারেবার।
প্রিয়া আঘাত করো আরেকটি বার।
ভালবাসায় ব্যাথা নেই ব্যাথা অবহেলায়,
এ জেনেও কেন হানো অবহেলা অবেলায়?
আমি তাই লক্ষ ক্রোশ দূরের নক্ষত্র হবো অমাবশ্যার।
জীবন শত তৃষ্ণায় সাজানো বাসর;
কিন্তু সাগরের ব্যাথা বাজে গর্জনে গর্জনে,
আর সাগরের তীর ব্যাথার প্রাসাদ ছিন্ন বদনে,
কিন্তু জীবন গড়ে মিথ্যার আশার স্বপন যা অমর।
আঘাত করো প্রিয়া আরেকটি বার
আমি সাগরের তীর হবো আঘাতে আঘাতে,
অথবা হবো ঘুর্নিঝড় সমুদ্রে সমুদ্রে দ্বীপ রচিতে।
আমি ভালবেসে অমর হবো যুগের পর যুগ বাঁচিতে।
১৯.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।