আমার লিখা লিখি প্রসঙ্গ কিভাবে লেখক হলাম অথবা কেন লিখি আমার লিখা সম্পর্কে অন্যদের মনোভাব বা আমার ভাবনা
আমার লিখা লিখি প্রসঙ্গ কিভাবে লেখক হলাম অথবা কেন লিখি
আমার লিখা সম্পর্কে অন্যদের মনোভাব বা আমার ভাবনা
আমি একজন নব্য লেখক l সম্প্রতি বলা যায় আমার লিখা লিখি র বয়স আট থেকে নয় মাস বয়স যদি কার ও বই লিখা বা কোনো পাবলিকেশন বা নিউসপেপার এ লিখা যদি লেখক এর পরিচিতি হয় তাহলে নিসন্দেহে আমি কোনো লেখক এর সারিতে এসে দাড়াতে পারবনা আমার কোনো বই এখনো বের করিনি আমার কিছু লিখা ব্লগ আর ম্যাগাজিন এ ছাপানো হচ্ছে যদি ওই দৃষ্টিকোণ থেকে লেখক ভাবা যায় তবে আমাকে লেখক ভাবা যায় যদি কোনো পাবলিশার নিজের উদ্দেগে আমার লিখা প্রকাশ করত তাহলে নিসন্দেহে আমি কৃতজ্ঞবোধ করব এটা আমার মধ্যে এ বোধ কখনো কাজ করবেনা আরে আমার তো বই বের হয়েছে আমি এখন পরিচিত মুখ l
এটা ঠিক আমি অবশ্যই অত্যন্ত সুখী বোধ করি যখন কেউ আমার কোনো লিখা ভালোবেসে প্রশংসা করে এটা পৃথিবীর সব মূল্যবান জিনিস (সব পার্থিব জিনিস ) এর চেয়ে অনেক বেশি মূল্যবান আমার কাছে আমার লিখা দিয়ে সবার হৃদয় ছুতে চাই
চাই আমার মেসেজ সবাই অনেক আবেগ নিয়ে পড়বে সেজন্য আমার সব লিখা আমি পাবলিক মোড এ রেখেছি যাতে সবাই পড়তে পারে ইটস ওপেন ফর অল
আমার আপনজন রা আমাকে বকে “তুমি এত বোকা কেন ” সব লিখা ওপেন করে face book এ দিয়ে রাখছ কেন ? আরেক জন তো তোমার লিখা নিজের নাম এ ছাপিয়ে নিতে পারে
এটার জবাব ও আমি দিতে চাইনা
আসলে লিখা লিখি কাইন্ড অফ মেসেজ শেয়ার এইভাবে চিন্তা করতে স্বাচ্ছন্দ বোধ করি সেজন্য যখন আপনজন যখন জিজ্ঞাসা করে তোমাকে পে করবে তো ? বা কিরকম তোমার জব না করলে চলবে তো ? খুব এম্বারাস্সিং প্রশ্ন যেন পে না হলে ইনসাল্ট বোধ করার কথা আমি আসলে এটা বুঝিয়ে বলতে পারিনা আপনজনকে লিখি ভালবাসা থেকে ভালোবেসে এর মধ্যে কোনো প্রফেশনাল চিন্তা আসেনা বা লিখা লিখি নিশ্চয় কখনো আমার ক্যারিয়ার হবেনা l
আমি মনে করি wisdom knowledge literacy shouldn’t sell it should use for greater human benefit
আমার লিখা প্রথম কবিতাটি আবার শেয়ার করছি
সবার সাথে অনেক ভালবাসা সহ –
———————————————————————————————————————————————————
বলছ তুমি হয়ে গেছি কবি
বলছ তুমি?
হয়ে গেছি কবি
লিখতে কবিতা।
এও কি সম্ভব ?
ছোট বেলায় যখন পড়তাম নজরুল
পরতাম রবীন্দ্র।
হয়ে যেতাম অভিব্ভূত
ভাবতাম________
কি করে তারা লিখে এসব
আল্লাহ তাদের বানিযেছে
কেন এত অসাধারণ।
আমি বা হলাম কেন
এত ই সাধারণ।
কেন বের হয়না কোনো ছন্দ
আমার মাথা থেকে বোমা মারিলেও।
আজ তো জানি ছন্দ
আসে কথা থেকে কিভাবে ?
মানুষ প্রকৃতি যখন স্থান নেয়
মনে গভীর ভাবে।
কখনো বা ছন্দ আসে
প্রগাড় নিশ্বন্গতায়।
আজ এটা জানি
ছন্দ টা আসে ;তখনি
কাগজের পাতায়
যা হারিয়ে যায়
জীবনের খাতায়।
তবে এও বলি আজ
মাথা ঘামাইনা আর
ছন্দ এলো কি না এলো।
না থাক জীবনে ছন্দ
আছে তা আমার
আছে তা আমার
মনে প্রাণে হৃদয়ে।
আমার লিখায়
চিন্তায় চেতনায়।
এখন থেকে তব
চলা হলো সুরু
ছন্দে ছন্দে
সবার জন্য অনেক ভালবাসা