Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“তবুও”

: | : ৩০/০৯/২০১৩

কলমের কালি শুকিয়ে গেছে
তবুও লিখা যায় কিছু ভাঙ্গা  শব্দ।

তোমার জন্য প্রেম মরে গেছে

তবুও কিছু মায়া এখনও হয়নি বিলুপ্ত।
নদীর বুক শুকিয়ে গেছে
তবুও রয়ে গেছে ছোট্ট একটা গর্তে জলের নমুনা।
ভেঙ্গে গেছে প্রেমের তাজমহল
তবুও কিছু ভাঙ্গা টুকরোতে রয়ে গেছে আল্পনা।
দিনের আলো ফুরিয়ে গেছে
তবুও রয়ে গেছে গৌধূলীতে কিছু আলোর ছটা।
বন্যায় ভেসে গেছে প্রেমের ঘর
তবুও ভিটিতে রয়ে গেছে চিহ্ন ক’টা।
কালের গর্ভে হারিয়ে গেছে সভ্যতা
তবুও রেখে গেছে কিছু অস্তিত্বের স্বাক্ষর।
ইঁদুর খেয়ে গেছে প্রেমের চিঠি
তবুও রয়ে গেছে কিছু অক্ষর।
তুমি চলে গেছ না ফেরার শর্তে
তবুও তোমার স্মৃতির আমি অনুরক্ত।
ডুবে গেছে প্রেমের তরী
তবুও এক টুকরো ছেড়া পাল অক্ষত।

জানি না আমি-
কি করে মরা গাছে এখনো জীবিত শ্যাম বরণ এক বৃক্ষপত্র?
এতো কিছু পরেও
কি করে থাকে তোমার জন্য হৃদয়ের কিছু ছত্র?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top