Top today
তোর আমার সবই পরস্পর বিপরীত মুখি……..
লাইনটা কেটে দিচ্ছিস কেন?
কিরে কথা কি! বলতে চাইছিস না?
এক একটা কথা এত দেরীতে বলছিস কেন?
বোর হচ্ছিস?
না! কথা বলতে লজ্জা পাচ্ছিস?
এড়িয়ে যাচ্ছিস না তো?
ধ্যত্তেরি ছাই! আমি কার সাথে কথা বলছি!
তুই কি আছিস লাইনে?
-আররে পাগল থাম তো এবার,
অবশিষ্ট কিছু নাই যে আমার, তোকে দেবার;
তুই আর আমি ম্যাগনেটের উল্টাপিঠ
এত্ত কিছু ভাবলে বেড়ে যায় হার্টবিট।
জীবনের বেশীর ভাগ সময়ই তোকে করেছি মিস
সময় করেছে ছলনা, ঢেলেছে শুধু বিষ।
যে সময়টাতে ছিলিস পাশে,
থাকা হতো তোর হতে বিচ্ছিন্ন হওয়ার ত্রাসে।
টাইমিং ঠিক ছিল না কিছুতেই
কোফা দৌঁড়াতো যেনো পিছুতেই।
সেদিন ডিঙ্গিতে চড়ব বলে দু’জন,
উঠে বসেছিলিস, অপেক্ষায়! আসবে সুজন।
কই! আসিনি তো, সময় দিয়েছে আমায় ফাঁকি,
এপারে আমি, ওপারে দাঁড়িয়ে তুই; ছলছল আঁখি ।
তোর আর আমার মাঝে সম্পর্ক তৈরীর জন্য নয়রে,
ভাঙ্গনের জন্য, ভাঙ্গনের খেলায় তুই হেরে যাস! এই শুধু ভয়রে!
এত্তগুলো প্রশ্নের জবাব দিই কিভাবে আজ?
দুচোখ ঝাপসা, মাথায় জ্বলে যেনো মধ্য দুপুরের রোদের ঝাঁজ।
এই যে কথা বলছি
নীরবে জ্বলছি!
এত কাছে তুই আমি,
সময়টা খুব যে দামী,
কেনো লাইন কেটে যায় বারেবারে?
নেটওয়ার্কটা বড্ড জ্বালাচ্ছে রে ।
তোর আর আমার সবই বুঝি বিপরীতমুখি!
কিছুই হবার নয়রে, তোর আমার মাঝে;
ভুলে গিয়ে দেখনা, হতে পারিস কিনা সুখি।
কিরে কথা কি! বলতে চাইছিস না?
এক একটা কথা এত দেরীতে বলছিস কেন?
বোর হচ্ছিস?
না! কথা বলতে লজ্জা পাচ্ছিস?
এড়িয়ে যাচ্ছিস না তো?
ধ্যত্তেরি ছাই! আমি কার সাথে কথা বলছি!
তুই কি আছিস লাইনে?
-আররে পাগল থাম তো এবার,
অবশিষ্ট কিছু নাই যে আমার, তোকে দেবার;
তুই আর আমি ম্যাগনেটের উল্টাপিঠ
এত্ত কিছু ভাবলে বেড়ে যায় হার্টবিট।
জীবনের বেশীর ভাগ সময়ই তোকে করেছি মিস
সময় করেছে ছলনা, ঢেলেছে শুধু বিষ।
যে সময়টাতে ছিলিস পাশে,
থাকা হতো তোর হতে বিচ্ছিন্ন হওয়ার ত্রাসে।
টাইমিং ঠিক ছিল না কিছুতেই
কোফা দৌঁড়াতো যেনো পিছুতেই।
সেদিন ডিঙ্গিতে চড়ব বলে দু’জন,
উঠে বসেছিলিস, অপেক্ষায়! আসবে সুজন।
কই! আসিনি তো, সময় দিয়েছে আমায় ফাঁকি,
এপারে আমি, ওপারে দাঁড়িয়ে তুই; ছলছল আঁখি ।
তোর আর আমার মাঝে সম্পর্ক তৈরীর জন্য নয়রে,
ভাঙ্গনের জন্য, ভাঙ্গনের খেলায় তুই হেরে যাস! এই শুধু ভয়রে!
এত্তগুলো প্রশ্নের জবাব দিই কিভাবে আজ?
দুচোখ ঝাপসা, মাথায় জ্বলে যেনো মধ্য দুপুরের রোদের ঝাঁজ।
এই যে কথা বলছি
নীরবে জ্বলছি!
এত কাছে তুই আমি,
সময়টা খুব যে দামী,
কেনো লাইন কেটে যায় বারেবারে?
নেটওয়ার্কটা বড্ড জ্বালাচ্ছে রে ।
তোর আর আমার সবই বুঝি বিপরীতমুখি!
কিছুই হবার নয়রে, তোর আমার মাঝে;
ভুলে গিয়ে দেখনা, হতে পারিস কিনা সুখি।