Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বড়ই বেমানান বর্তমান সঙ্গ

: | : ৩০/০৯/২০১৩

যখন তখন বৃষ্টি এলে,
শুধু জ্বালাতন, কৃষক বলে এলে না কেন ভাই?
সময় হিসেব কোষে, মরুভুমির সদা চাওয়ায়
চিড়ে ভিজে না যে;
কেউবা উপস কেউবা ভূজন রসে ডুবে।

বলিহারি বিভ্রম দেখি চারপাশ,
ভোঁদৌড় দেয় রে পথে, মেঘের মত ছুটে
তৃঞ্চা ক্ষুধার টান পরলে পেটে, চাইছি সবাই
সুখের মুখটা দেখতে;
আজীবন ঢাকা সেই যে আটপৌঢ় ঘোমটা টানে।

1420@ 4 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top