Top today
সাদাসিধে ভুক্তভোগী
রূপ দিয়েছেন বিধাতা তাকে অকৃপণ হাতে
যার কিঞ্চিৎ ছটায়ই হৃদয়ে ওঠে ঝড়।
রূপের রিনিঝিনি সুরের মূর্ছনায়
হৃদয়ে অনন্ত ঝড় তুলে দিয়ে
সুর থামিয়ে চলে যায় উল্টোদিকে
আরেকটা হৃদয়ে ঢেউ তুলবে বলে
পিছনে পরে রয় ঝড়ের দাপটে কাতরাতে থাকা
সাদাসিধে এক সরল ভুক্তভোগী।