সকাল থেকে মুঠোফোনে
বলছিস কথা কার সনে
কল দিলে পাই এনগেজড টোন
আমার কথা একটু শোন।
অন্যরে যদি ভালো লাগে
কি এসে যায় আমার রাগে!
জানবো আমি কেউ ছিলোনা
হৃদয় খুলে দেখতে যাবোনা।
তবে কেনো এত ভয় পাস
আমায় দেখে পালিয়ে যাস।
আমার কাছে ভালোবাসা
অনেক দামের স্বপ্ন আশা
হারিয়ে না হয়
Top today