Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এক যুবকের ধারণা শহরের মেয়েদের চেয়ে গ্রামের মেয়েদের চরিত্র অনেক ভালো।
তাই সে সিধ্দান্ত নিল গ্রামে বিয়ে করবে। করলোও
তাই।নতুন বউ নিয়ে শহরে রিক্সায় যাওয়ার সময় এক জায়গায় এসে দেখলো অনেকগুলি মেয়ে দাড়িয়ে বাজে ইংগিত করছে।
বউ জিগ্যাসা করলো এরা কারা ?
স্বামী বললো,

বিশ্বাস করেন আর নাই করেন, কাহিনী পুরাই সত্য

 

১. আপনি কখনো ২ মিনিটে Maggi Noodles রান্না করতে পারবেন না।

২. Fair & Lovely কখনো ৭দিনে গায়ের রঙ ফর্সা করেনা।

৩. Lifeboy কখনো ঠিক ৯৯.৯৯% জীবানু দূর করতে পারেনা।

৪. Wheel/Rin কখনই কাপড়কে সাদার চেয়ে

কিছুদিন ধরেই স্ত্রী আপনার প্রতি মনোযোগ দিচ্ছে না। আপনি অফিস থেকে এসে ক্লান্ত হয়ে এক কাপ চা চাইলেন, কিন্তু তিনি কার সাথে যেন ফোনে কথা বলতে গিয়ে বেমালুম ভুলে গেলেন। ইদানিং অফিস থেকেও সে বেশ দেরীতে ফিরছে বাসায় কিংবা নানান

ঢাকা শহর দেখতে এলাম
আমার সাথে ভাইয়া;
আমার চলার ধরন দেখে
বলছে লোকে গাঁইয়া !
হাজার রকম গাড়ি দেখে
আকাশছোঁয়া বাড়ি দেখে
আমিও তখন সবার মতো
গেলাম ভিরমি খাইয়া !

মা, ওই বাজে শোন ঈদের বাঁশি

শরচ্চন্দ্রের কতই হাসি!

খোকা, তোর লাগি প্রাণ আকুল করে

বড়ই নিঃস্ব আমি এ বিশ্বভরপুরে।

 

মাগো, তোমায় আমি করব জ্বালা

এ ভেবে মন করো না কালা।

খোকা, তুই যে আমার অবোধ ছেলে

তাই তো আমার হৃদয় জ্বলে।

 

মা, তুমি আমায় দোয়া কর

এটুকু মোর

দূর্গা পূজা শেষ হয়েছে। এবার দু’জনেরই রাজশাহী ফেরার পালা। আগামীকাল বরেন্দ্র এক্সপ্রেসে সুশান্ত উঠবে ফুলবাড়ি আর প্রিয়ন্তী বিরামপুর একই স্টেশনে উঠলে আবার কথাটা দুজনেরই গ্রামের বাড়িতে পৌঁছে যেতে পারে। তারপর দুজনে এক সঙ্গে গল্প করতে করতে রাজশাহী পৌঁছাবে। প্রিয়ন্তীদের বাড়ির

বেহুরুপিয়া বেহেরুপিয়া
বহুরুপি বহুরুপি
হতে চাই আজ আমি

বহুরুপি বহুরুপি
হতে চাই আজ
আশিক এর সাথে আশিক
প্রেমিক এর সাথে প্রেমিকা
ভাই এর সাথে বোন
বাবার সাথে তার মেয়ে
মায়ের কাছে তার আদরের মেয়ে
হতে চাই আজ আমি
একেবারে তাদেরই মত করি l

বহুরূপে আজ বহুরূপে
করতে চাই আজ নিজেকে প্রতিষ্ঠিত
আছে যত বর্ণ

কিছু কিছু শব্দ আছে

যা এক একটি ভাবময় কবিতা,

তুমি যদি মনে ভাবো অতল গভীরতা,

তবে স্পর্শ পাবে শব্দের ঘর…

গহন হৃদয়ে যদি এঁকে নাও—

হোক তা বিষণ্ণতার,হোক তা ছেঁড়া স্মৃতির পাতা,

তবু দেখো

হৃদয় কম্পনে সহস্র ঝেঁপে ওঠা শব্দ

শব্দের পর শব্দ

সিঁড়ি হয়ে উঠে গেছে আকাশ…

 

অথবা আঁধার,ঝুপড়ির

সেই পুরাতন অন্ধকার

ফিরে আসে বার বার

এ অভাগার সংসারে।

ফিরে আসে ভয়

মৃত্যুর, নরকের কিংবা

নৃশংস বেচে থাকার।

সেই পুরাতন অন্ধকার

ডাহুকের  ডাক,শকুনের হাক

আমাদের ব্যর্থ সংসার।

 

___________________________

 

 

 

কলঙ্কিনী!
ওই যে ও পাড়ার
ঐ মেয়েটি
রূপসী ,
রূপজীবি
রূপ বেচে
যৌবন বেচে
দেহ বিকোয় জনে জনে,
লোভে
স্বভাবে
পেঠের দায়ে
ফাঁদে পড়ে
অথবা আটকে গেছে
প্রতারণার জালে ,
আকণ্ঠ নিমজ্জিত\
কলঙ্কের চোরাবালিতে; 
 
 
সোনার চান পিতলা ঘুঘু ওরে
যাবে নাকি ওই পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?
নারী ও মাদকে
কলঙ্ক জলে ডোবে
দুঃখ ভুলে সুখ কুড়োতে ? 
 
 
একা তো আর 
কলঙ্ক জলে যায়

go_top