এক যুবকের ধারণা শহরের মেয়েদের চেয়ে গ্রামের মেয়েদের চরিত্র অনেক ভালো।
তাই সে সিধ্দান্ত নিল গ্রামে বিয়ে করবে। করলোও
তাই।নতুন বউ নিয়ে শহরে রিক্সায় যাওয়ার সময় এক জায়গায় এসে দেখলো অনেকগুলি মেয়ে দাড়িয়ে বাজে ইংগিত করছে।
বউ জিগ্যাসা করলো এরা কারা ?
স্বামী বললো,
Top today
___________________________
কলঙ্কিনী!
ওই যে ও পাড়ার
ঐ মেয়েটি
রূপসী ,
রূপজীবি
রূপ বেচে
যৌবন বেচে
দেহ বিকোয় জনে জনে,
লোভে
স্বভাবে
পেঠের দায়ে
ফাঁদে পড়ে
অথবা আটকে গেছে
প্রতারণার জালে ,
আকণ্ঠ নিমজ্জিত\
কলঙ্কের চোরাবালিতে;
সোনার চান পিতলা ঘুঘু ওরে
যাবে নাকি ওই পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?
নারী ও মাদকে
কলঙ্ক জলে ডোবে
দুঃখ ভুলে সুখ কুড়োতে ?
একা তো আর
কলঙ্ক জলে যায়