শরতের হাওয়ায় দোলে রাশি রাশি কাশফুল । আকাশ গঙ্গায় ঘিরে তুষার রঙা মেঘেদের ভিড়। সকালের মিষ্টি রোদ শুষে নেয় ভোরের শিশির । না গরম, না ঠাণ্ডার আমেজ, জুড়ানো শরীর । হঠাৎ বাতাসে ভেসে আসে ঢাকের শব্দ–মৃদু মন জুড়ে ভরে যায়
Top today
সূর্য পালিয়েছে অনেকক্ষণ
সন্ধ্যা পেরিয়ে নেমেছে রাত
চারটি পথের সঙ্গম স্থলে এলাম
আমি এক তৃষ্ণার্ত পথিক।
যে পথে তৃষ্ণা মিটিবার হাতছানি
এগিয়ে যাই সেই পথে
অকস্মাৎ দেখি
রাতের আলো-অন্ধকার ভেদ করে
ঘুরতে আসছে সে।
তার মনোরম চলার ছন্দে
শিশিরবিন্দু ঝরে যায়
হৃদয় হয় কম্পমান
আমার তৃষ্ণা যায় বেড়ে।
ফিরে যায় সে
চোখে লেগে রয়
খেলতে খেলতে ছড়া শিখি
পড়তে পড়তে লেখা,
তেপান্তরের অচিন গাছে
রাজকন্যার দেখা।
কথায় কী আর কাব্য আসে
গানে জমে সুর,
মৌ গন্ধের পাতালপরী
মৌতাতে ভরপুর।
রাজকন্যার চোখের কোনে
হিজলবনের ডাক,
এবার একটু খেলি না হয়
গল্পটা আজ থাক।
জীবন দিয়ে গল্প শিখি
সুখ পাগলের গানে,
দিন ও রাতের স্বপ্ন হয়ে
রাজকন্যা টানে।
রাজকন্যার রথের চাকা
ডোবে যখন