————————————————
দুধ বেচে আজ
কি কিনবে গো বেপারীর পো
মদ, গাঁজা আফিম গুল
মধু কিংবা ফুল ?
বউয়ের জন্য বেনারসী
আর এক জোড়া স্বর্ণের দুল
মায়ের জন্য পান সুপারী,
ছেলেদের বই খাতা
খুকীর জন্যে
পা রাঙার
এক শিশি আলতা ;
আর যদি বাচে
দু’টো পয়সা দিও তারে
দেখেছো তো রাস্তার মোড়ে
বটের ছায়ায় বসে আছে