চোখটা খুলে সেই যে প্রথম দেখা
আলোর ঝাপটায় বুজে বুজে চেয়ে
তোমার দাঁড়ি জরানো মুখটা
বড় বেশী মলিন মনে হয়েছিলো ।
বুঝেছিলাম তুমি আমাকে নিয়েই চিন্তিত !
তাইতো আরো বেশী জোড়ে চিৎকার দিয়েছিলাম
মায়ের কষ্ট ভূমিষ্ট হওয়ার সময়
নিরাকার ছায়াহীন হিমেল হাওয়া হবো;
ছুঁয়ে দিবো তোমায় অবলীলায়।
কেবলই অনুভবের দরখাস্ত নিয়ে
তোমার মনের দখিনা জানালায়।
সদর দুয়ারের নাইবা দিলে অনুমতি;
দখিনা জানালায় দিও নাকো খিল।
আসবো তোমার খামখেয়ালীপনায়
মসৃণ অনুভবের প্রশান্তির মিছিল।
আমি নিরাকার ছায়াহীন দখিনা হাওয়া
আসবো তোমার নিরবে একান্তে।
তোমাকে ছুঁয়ে দিবো শুধু অনুভবে
লজ্জিত হবে না