Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

মাঝরাতে যখন চাঁদ থেমে থাকে
মাঝরাতে যখন সময় থমকে থাকে
আলুথালু বাতাস ধীরেটিরে বয়
বিষণ্ণতার মেঘ ছুঁয়ে জাগে বিপন্ন হৃদয়

রাতজাগা পাখিদের মতো রাতভাঙা সুখ
ঝিঁ-ঝিঁ ডাকের মতো দলছুট সুখ
খেয়ালী নৌকায় ভাসে নদী
স্বপ্নস্রোত অভিপ্রেত নিরবধি

জাগরীর মহাযজ্ঞকালে আকাশের  নীলিমা
হালখাতায় টালমাল পৃথিবীর সীমা
ছোট হতে হতে বিন্দু হয়ে

হুজুর: (মনে মনে) ভোর না হতেই এলো !
এই শালারা আমার কাছে কী মজা যে পেলো ?
(উচ্চস্বরে) এলি তোরা ? বেশ বেশ বেশ !
মনের কথা
দু:খ ব্যথা
করনা বলে শেষ।

মানুষ: সেলাম, হুজুর ! কেমুন আছেন ?
আমরা জানি, আমাগোরে আপনি বড়োই ভালোবাসেন !

হুজুর: কি

MUTATION(মিউটেশন) কী?

মিউটেশন বলা হয় ডিএন এ এর জ্বীন SEQUENCE (ধারাবাহিকতা) এর স্থায়ী পরিবর্তন হয়ে যাওয়াকে।
DNA এর কোথায় MUTATION ঘটতে পারে?

যে কোন জায়গায় ঘটতে পারে। যেমন ধরুন, DNA এর মূল একক BASE PAIR দুইটি চেইনে আছে ৬ বিলিয়ন,এবং একটি চেইনে আছে

তোমার বুকে কে এঁকেছে বিভেদের চিহ্ন?

সৎ মায়ের মত কেন এই পাড়ের প্রতি মনঃক্ষুণ্ণ?
স্নেহ বঞ্চিত এই পাড়ের সন্তান,
পানি শূন্যতায় ভোগে;ওষ্ঠাগত প্রাণ।
কোন্ সৃষ্টি সুখের উল্লাসে উঠেছ মেতে?
মরুর সাইমুমের তপ্ত বাণী শুনি কান পেতে।
বিবেকহীনের গোডাউনে রেখেছ তুমি আমানত,
অকৃপণ হস্তে ঢেলে দিয়েছ তারে নেয়ামত।

 

কেন

মেঘ করিছে কালো
লাগছে বেজায় ভাল
বিষটি নামবে এখনি
আম্মু দিবে বকুনী ।

ভিজতে গেলে আছে মানা
হবে নাকি কঠিন জ্বর
ধুত্ ছাই ভাল্ লাগেনা
এই বাড়ি এই ঘর ।

কি করিব কোথায় যাব ?
বলে দাওনা বাদল ভাই
কি করিলে তোমায় পাব ?
তোমার সনে খেলতে চাই ।

প্রচ্ছায়া
এ হুসাইন মিন্টু

বুকস্ ফেয়ার ।। ঢাকা
বুকস্ ফেয়ার-০১৪৭
লেখক
প্রথম প্রকাশ২০১২
আশ্বিন ১৪১৯

প্রথম প্রকাশ
মাঘ ১৪১২

প্রকাশক
মোঃ ফারুক হোসেন
বুকস্ ফেয়ার
37/1 বাংলা বাজার, ঢাকা-1100
ফোন : 01714420035, 01946129280
ইমেল : booksfairbd@gmail.com
কম্পোজ
বিসমিল্লাহ কম্পিউটার্স
47/1, বাংলা বাজার,
ঢাকা-1100

বিক্রয় কেন্দ্র
বুকস্ ফেয়ার
12 বাংলা বাজার (সিকদার ম্যানশন)
ঢাকা-1100
প্রচ্ছদ`
সুধেন দাস
মুদ্রণ
নিউ এস আর প্রিন্টিং প্রেস
10/1 বিকে দাস রোড, ঢাকা-1100
মূল্য :

টম ধরেছে বায়না
দিতে হবে আয়না
চুড়ি ফিতা কানের দুল
আনতে যেনো হয়না ভুল।
হয় যেনো সব অনেক ভালো
রঙটি তার বেজায় কালো
ফর্সা হওয়ার ক্রিম তাই
যে করে হোক দেয়া চাই।
চোখে চাই সানগ্লাস
বলবে সবাই ফার্ষ্টক্লাশ
এসব কি আর ভালোলাগে
গা জ্বলে যায় তাইতো রাগে।
বলিনা তাকে তবুও তাই
বায়না তার

এইমাত্র উঁচু কার্নিশ ছুঁয়েছে ভোর, তখনও তার আলো স্পর্শ করেনি মাটি,বাতাসকে। মুখোমুখি ব্যালকোনিতে শুন্যতা উড়ছে। যেথায় ছিলো তার ছায়ামুর্তিটা। কে যেন তাকে ডেকে নিয়ে গেছে অন্য কোনখানে। রেলিং ছুঁয়ে ছিলো সে। আমি বৃষ্টি বাদে শুনেছি তার হাতের কাঁকনের রিনিঝিনি শব্দ।

আমার এ আঁধার হয়তো কখনই ফুঁড়বে না,

আমার স্বপ্নের পাখি হয়তো-

দানা ঝাপটে উড়বে না,

আমার মৌন আকাশে।

হয়তো কিছু টা আঁধার ঘেরা ইচ্ছে গুলো,

কখনোই পাবে না আলোর ছোঁয়া।

আমার এ ভোর হয়তো থাকবে না,

হয়তো বা জানালা গলে-

রোঁদ এসে পরবে না এই মুখে।

আঁধার কে ছিঁড়ে

চাম সুন্দরী নাম সুন্দরী

মন কেন তোর বিশ্রী ?

রূপের গলায় দিয়ে দড়ি

হাটরে বাপের বাড়ী ;

 

বাপের বাড়ীর বাহাদুরী

ভ্রাতৃ বধূর ঝাটার ভারী

কেউ ডাকে না

কেউ পোছে না

কপালে মার হাত

এই জনমে

নাইরে জানিস

জামাইর ঘরের ভাত ।

go_top