আমার কাছে নিজেকে মনে হয় প্রবল স্রোত,
না আমাকে কেউ ধরে রাখতে পারে
না আমি কাউকে বাঁধতে পারি।
আমার মন করে মনের সাথে আড়ি।
আমি জানতাম তুমি চলে যাবে।
মানে এমনি হবে তোমার আমার।
তবুও চেয়েছি তোমারে,
জীবনের নদীর পাড়ে।
জানি তুমি রাখবে না মনে
তোমার
উর্মির অস্বস্তি
মিলন বনিক
উর্মির অস্বস্তি
হৃদয়ের জানালা গুলো একে একে খুলে যায়,
অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকে
অন্তরের নির্মম স্মৃতি গুলি।
অবিনাশী প্রেমের দীর্ঘশ্বাস, এখন
নিত্য সহচরী হয়ে ঘুড়ে বেড়ায়
হৃদয়ের জানালায়।
বসন্তের মাতাল হাওয়া আঘাত হানে
একের একের পর এক প্রতিনিয়ত
ইন্দ্রিয়ানুভুতির সুখ গুলো ছুয়েঁ যায়
ঘন নিশ্বাসের উত্তপ্ত বাতাসে,
আম্রবোলের