আমি এসেছি
তুমি কি টের পাওনি আমার অস্তিত্ব
বাতাসের গন্ধে পাওনি আমার শরীরের…।
আমি তো দেখেছি তোমার স্নান করা
দেখেছি আমার জন্য স্বযতনে
নীল শাড়ি পরা,নীল টিপ…।
তোমার শরীরের ভাঁজে ভাঁজে
আমি মিশে হয়েছি একাকার
তুমি দেখনি মেঘলা…?
আমার চোখেইতো তুমি দেখতে
আজ কি সবই অতীত হলো…।
আমার অনুপস্থিতি
তোমার চোখের অন্ধকার
এখন
Top today
————————————————————–
সোনার ডিম পাড়া অমূল্য রাজ হাঁস
সেদিন উন্মাদের মত হায়
রাজপথে করেছ জবাই
রয়েছ এখন বুঝি ভোজের অপেক্ষায় ?
ছলনার দূ-ধারী তলোয়ারে কেঠে-কুঠে
কপট কুটনীতির কলের জলে ধূয়ে
মানুষের রক্তের সুগন্ধি মসল্লায় মেখে
অহংকারের পিয়াজ-রসূন-আদা দিও যথা পরিমাণে
রাজনৈতিক ভন্ডামির হলুদ-মরিচ তো জানি দেবে
কৃষক-শ্রমিকের ঘামের নুন দিতে যেও