সুখের তাগিদে ছুটিস্নে
ছুটে চল জীবনের তাগিদে।
অজান্তে ভরে যাবে সুখ
তোর কাঁধের ঝোলাতে।
জীবন সে তো লুডু খেলা
কখনও হাঁ করা সাপের মুখ;
কখনও মই’তে চড়ে
এক লাফে স্বর্গ সুখ।
স্কেলে মেপে গাণিতিক সূত্র ধরে
হোস্নে তুই সুখের পথিক।
জীবনের চাহিদায় ছুটে চল্;
স্কেলের মাপে করিস্নে নিরিখ।
ছুটে চল্ জীবন চেয়েছে